Header Ads

কিডনির সমস্যা হয়েছে কিনা বুঝুন ৩ লক্ষণে | ডা আবিদা সুলতানা

কিডনির সমস্যা হয়েছে কিনা বুঝুন ৩ লক্ষণে, আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। কিন্তু কিডনিতে সংক্রমণ হলে সেটি দেরিতে ধরা পড়ে। কারণ কিডনি রোগের শুরুতে এর বিশেষ কোনো লক্ষণ দেখা যায় না। অনেক পরে এই রোগ ধরা পড়ে। ততক্ষণে ৮০ শতাংশ ক্ষতি হয়ে যায়। 

কিডনি রোগ নারী-পুরুষ উভয়ের জন্যই ঝুঁকির। আগে থেকে আঁচ করতে না পারলে এই রোগের কারণে জীবনহানিও হতে পারে। কোন লক্ষণগুলো দেখে বুঝবেন কিডনি ভালো নেই? চলুন জেনে নিই বিস্তারিত- 

সবসময় ক্লান্তি

কিডনি সমস্যার অন্যতম লক্ষণ হলো কর্মক্ষমতা হারিয়ে ফেলা। কিডনির মূল কাজ রক্ত পরিশুদ্ধ করা। তাই কিডনি ঠিকমতো কাজ না করলে, রক্তে বিষাক্ত ও অপ্রয়োজনীয় উপাদান বাড়তে থাকে। এই উপাদানগুলোর কারণেই শরীর তার কর্মক্ষমতা হারায়। শরীরে ক্লান্তি ভাব আসে।


ঘুম না আসা

অনিদ্রার কারণ কেবল উদ্বেগ বা অবসাদ নয়। কিডনি ঠিকঠাক কাজ না করলে মূত্রের মাধ্যমে বর্জ্য পদার্থ দেহের বাইরে নির্গত হতে পারে না। ফলে সহজে ঘুম আসতে চায় না। বিশেষজ্ঞদের মতে, কিডনির সমস্যায় আক্রান্ত মানুষদের অনিদ্রার সমস্যা সবচেয়ে বেশি হয়। 


মূত্রের সমস্যা

বার বার প্রস্রাবের বেগ আসা মানেই যে ডায়াবেটিস এমনটা নয়। কিডনির সমস্যার কারণেও এমনটা হতে পারে। বিশেষত রাতে স্বাভাবিকের তুলনায় বেশি মূত্রত্যাগ করলে সতর্ক থাকা প্রয়োজন। মূত্রের সঙ্গে রক্তপাত হওয়াও কিডনির সমস্যার লক্ষণ। 


ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


Follow Me -

Facebook : Dr. Abida Sultana 

Youtube : Dr. Abida Sultana 

X : Dr. Abida Sultana 

tiktik : Dr. Abida Sultana 

No comments

Powered by Blogger.