বয়স বাড়লেও সুস্থ থাকতে দরকার ব্যায়াম, জানুন কেন | ডা আবিদা সুলতানা
স্বাস্থ্য ও শক্তির ক্ষেত্রে বয়স শুধু একটি সংখ্যা। আমাদের জীবন অনেকটা সাইকেল চালানোর মতো। ভারসাম্য বজায় রাখতে হলে আপনাকে চলতেই হবে। আর এই চলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল নিয়মিত ব্যায়াম।
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকেই ভাবেন যে শরীরচর্চা হয়তো আর সম্ভব নয় বা প্রয়োজন নেই। কিন্তু আধুনিক গবেষণা বলছে, এই ধারণা ভুল। বরং বয়স যত বাড়ে, শরীর ও মনের সুস্থতার জন্য ব্যায়াম ততই প্রয়োজনীয় হয়ে ওঠে। সঠিক ও নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুললেই বার্ধক্যেও পাওয়া যায় টানটান স্বাস্থ্য ও প্রাণবন্ততা।
বৃদ্ধ বয়সে ব্যায়ামের উপকারিতা
২০২৪ সালে জার্নাল অফ দ্য ইন্ডিয়ান একাডেমি অফ জেরিয়াট্রিক্স-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের জন্য শারীরিক কার্যকলাপের অসংখ্য উপকারিতা রয়েছে। যেমন:
১। হার্টের কার্যকারিতা উন্নত হয়
২। পেশি ও হাড়ের শক্তি বজায় থাকে
৩। স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে
৪। মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব পড়ে
৫। দৈনন্দিন কাজে স্বতন্ত্রতা ও আত্মবিশ্বাস বজায় থাকে
কোন ধরনের ব্যায়াম উপযুক্ত ?
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের চাহিদা অনুযায়ী ব্যায়াম বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এরকম কিছু কার্যকরী ব্যায়াম হলো: হালকা কার্ডিও (যেমন: হাঁটা, সাইক্লিং), যোগব্যায়াম-স্ট্রেচিং, হালকা ওজন তোলা বা রেজিস্ট্যান্স ব্যায়াম, ব্যালান্স ও কোর স্ট্রেংথ বৃদ্ধির ব্যায়াম।
এই ব্যায়ামগুলো শুধু শরীর নয়, মনের উপরও ইতিবাচক প্রভাব ফেলে এবং দীর্ঘমেয়াদে নিজেকে সুস্থ রাখে।
গবেষণায় আরো বলা হয়েছে, বয়স্কদের উপযোগী ব্যায়াম পরিকল্পনা, সামাজিক সহায়তা এবং ডিজিটাল ফিটনেস অ্যাপ বা ওয়্যারেবল ডিভাইস ব্যবহারের মাধ্যমে শরীরচর্চাকে আরও সহজ ও উপভোগ্য করে তোলা সম্ভব।
বয়স বাড়লেই জীবন থেমে যাবে—এই ধারণা বদলানোর সময় এখন। শরীরচর্চা শুধু তরুণদের কাজ নয়, বরং সুস্থ বার্ধক্যের সবচেয়ে বড় হাতিয়ার। প্রতিদিনের কয়েকটা মিনিট আপনাকে এনে দিতে পারে শক্তি, স্বস্তি ও সুস্থতা।
ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health
- ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।
Follow Me -
Facebook : Dr. Abida Sultana
Youtube : Dr. Abida Sultana
tiktik : Dr. Abida Sultana


No comments