Header Ads

ব্লাড ক্যানসারের লক্ষণ কী কী | ডা আবিদা সুলতানা

ব্লাড ক্যানসারের লক্ষণ কী কী, আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস


ব্লাড ক্যানসারের লক্ষণ কী কী ? 

বিশ্বজুড়ে প্রতিবছর অসংখ্য মানুষ প্রাণ হারান ব্লাড ক্যানসার বা রক্তের ক্যানসারের কারণে। চিকিৎসার পরিভাষায় এটি হেমাটোলজিক ম্যালিগন্যান্সি নামে পরিচিত। এই রোগটি অস্থিমজ্জা থেকে উদ্ভূত এবং রক্তকণিকাগুলোকে প্রভাবিত করে এমন কিছু রোগের অন্তর্ভুক্ত। লিউকেমিয়া, লিম্ফোমা এবং মায়লোমা সবই ব্লাড ক্যানসারের ধরন। 


প্রাথমিক পর্যায়ে রোগটি খুব কম ধরা পড়ে। কারণ এর লক্ষণগুলো শুরুর দিকে সূক্ষ্ম ও অস্পষ্ট থাকে। ফলে রোগ নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। তারপরও কিছু ছোটোখাটো লক্ষণ রয়েছে যাতে বোঝা যায় ব্লাড ক্যানসার হয়েছে বা হওয়ার ঝুঁকি রয়েছে। কী সেগুলো? চলুন জানা যাক- 


১. অস্বাভাবিক ক্লান্তি এবং দুর্বলতা :

ক্লান্তি লাগা স্বাভাবিক বিষয়। তবে সেটি যদি অতিরিক্ত হয় আর তার সঙ্গে শারীরিক দুর্বলতা থাকে তাহলে সচেতন হোন। এটি ব্লাড ক্যানসারের লক্ষণ হতে পারে। এই লক্ষণগুলো শরীরের সুস্থ রক্তকণিকা তৈরির ক্ষমতা হ্রাসের কারণে দেখা দেয়। ফলে শরীরে রক্তশূন্যতা হয়। শরীর দুর্বল হয়ে পড়ে। 


২. ওজন হ্রাস : 

কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই কি হঠাৎ করে ওজন কমে যাচ্ছে? এটি কিন্তু ব্লাড ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে। ক্যানসার কোষগুলো শরীরের বিপাক পরিবর্তন করতে পারে এবং ওজন হ্রাস করতে পারে।


৩. ঘন ঘন সংক্রমণ : 

ব্লাড ক্যানসার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে শরীর সংক্রমণের জন্য বেশি সংবেদনশীল হয়ে ওঠে। আপনি যদি স্বাভাবিকের তুলনায় ঘন ঘন অসুস্থ হয়ে যান এবং সংক্রমণের ক্ষেত্রে সেরে উঠতে বেশি সময় লাগে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন।


৪. সহজে ক্ষত ও রক্তপাত : 

অবিরাম ক্ষত, মাড়ি থেকে রক্তপাত কিংবা ছোটখাটো আঘাতের পর যদি দীর্ঘক্ষণ রক্তপাত হয় তাহলে সতর্ক হোন। এটি নির্দিষ্ট কিছু ব্লাড ক্যানসারের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে। 

৫. বর্ধিত লিম্ফ নোড : 

রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ লিম্ফ নোড। এর বৃদ্ধির কারণে লিম্ফোমার লক্ষণ হতে পারে। এই ফোলা নোডগুলো সাধারণত ব্যথাহীন থাকে এবং ঘাড়, বগলে বা কুঁচকিতে অনুভূত হতে পারে।


৬. রাতে অতিরিক্ত ঘাম : 

গরম লাগলে ঘামাবেন এটাই স্বাভাবিক। কিন্তু শীতল আবহাওয়ায় থাকার পরও যদি রাতের বেলায় ঘামান তাহলে সেটি উদ্বেগজনক। যদিও এর বিভিন্ন কারণ থাকতে পারে, তবে কিছু ব্লাড ক্যানসারের ক্ষেত্রেও এটি দেখা যায়। 


আপনি যদি এসব লক্ষণের কোনটি লক্ষ্য করেন তাহলে অবহেলা না করে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তিনি জানাবেন এটি ক্যানসার নাকি অন্য কোনো স্বাস্থ্য সমস্যা। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাও সহজ হবে তখন।

ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


Follow Me -

Facebook : Dr. Abida Sultana 

Youtube : Dr. Abida Sultana 

X : Dr. Abida Sultana 

tiktik : Dr. Abida Sultana 

No comments

Powered by Blogger.