Header Ads

শ্বেতী রোগ কেন হয়, এটি কি ছোঁয়াচে | ডা আবিদা সুলতানা

শ্বেতী রোগ কেন হয়, এটি কি ছোঁয়াচে, আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য,


শ্বেতী রোগ নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি ইতিবাচক নয়। এ রোগ হলে আক্রান্ত ব্যক্তি মানসিকভাবে ভেঙে পড়েন।


শ্বেতী রোগ কী ও কেন হয়

শ্বেতী রোগ বা ভিটিলিগো ত্বকের একটি রোগ। ত্বকে মেলানোসাইট নামক কোষ থেকে তৈরি হয় মেলানিন নামক একধরনের রঞ্জক পদার্থ, যা ত্বকের স্বাভাবিক রঙের ভারসাম্য ঠিক রাখে। শরীরে মেলানিনের পরিমাণ বেড়ে গেলে ত্বকের রং কালো হয়। আবার মেলানিন অস্বাভাবিক পরিমাণে কমতে থাকলে ত্বকের রং সাদা হয়ে যেতে থাকে।

ত্বকে মেলানিনের ভারসাম্য নষ্ট হলে শ্বেতী রোগ দেখা দেয়। এর ফলে পুরো শরীর সাদা হয়ে যেতে পারে, আবার সাদা রঙের দাগ হয় ত্বকের বিভিন্ন স্থানে, যেখানে মেলানোসাইট থাকে না। শ্বেতী অটোইমিউন রোগ, যেখানে শরীরের প্রতিরোধ ব্যবস্থা মেলানোসাইট কোষ ধ্বংস করে ফেলে এবং মেলানিন তৈরি হয় না। এর ফলে আক্রান্ত স্থান ধবধবে সাদা হয়ে যায়। বংশগত কারণে শ্বেতী হতে পারে। ৩০ শতাংশ রোগীর ক্ষেত্রে এটি বংশগতভাবে হয়। তবে শ্বেতী রোগ মাল্টিফ্যাক্টরাল জেনেটিক ডিজঅর্ডার। এটি যেকোনো বয়সে হতে পারে, সাধারণত ১০ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে এটি সবচেয়ে বেশি দেখা যায়।


ধরন ও লক্ষণ

শ্বেতী রোগে ত্বকে সাদা রঙের পিগমেন্টেশন হয়, স্বাভাবিক ত্বকের যে বর্ডার সেটা স্বাভাবিক থাকে কিন্তু হঠাৎ করে মাঝখান থেকে সাদা সাদা প্যাচ বা দাগ হয়। আবার অনেক ক্ষেত্রে সাদা দাগের মাঝখানে স্বাভাবিক ত্বকও দেখা যায়। রোগের তীব্রতা, ধরন ও স্থায়িত্ব অনুযায়ী ভিটিলিগোর কয়েকটি প্যার্টান আছে। যেমন-


১. লোকাল ভিটিলিগো: শরীরের নির্দিষ্ট একটি জায়গায় সীমাবদ্ধ থাকে।

২. সেগমেন্টাল ভিটিলিগো: শরীরে কিছু কিছু সেগমন্টে বা শরীরের শুধু এক পাশে হয়।

৩. জেনারালাইজড বা সাধারণ ভিটিলিগো: সারা শরীরে হয়, ত্বকের একাধিক অংশে সাদা ছোপ ছোপ দেখা দেয়।

৪. ইউনিভার্সাল ভিটিলিগো: সম্পূর্ণ শরীর সাদা হয়ে যায়।

৫.  অ্যাক্রোফেসিয়াল ভিটিলিগো: এটি অনেক বেশি দেখা যায়। মুখমণ্ডল এবং হাতের ওপরের অংশে হয়।

৬.  মিউকোসাল ভিটিলিগো- মুখের ভেতরে, ঠোঁট, যৌনাঙ্গের চারপাশে হয়।


শ্বেতী রোগ যেহেতু একটি অটোইমিউন রোগ, এর সঙ্গে আরো কিছু অটোইমিউন রোগ সংশ্লিষ্ট থাকে। যেমন- থাইরয়েডের সমস্যা, টাইপ-১ ডায়াবেটিস, অ্যালোপেশিয়া এরিয়েটা, পারনিসিয়াস অ্যানিমিয়া। সাধারণত একটি অটোইমিউন রোগ হলে শরীরে অন্যান্য অটোইমিউন রোগের সমস্যা ও লক্ষণ প্রকাশ পায়। তাই শ্বেতী রোগ হলে আর অন্য কোনো অটোইমিউন রোগ আছে কি না তা শনাক্ত করে সেদিকেও নজর দিতে হবে।


চিকিৎসা

শ্বেতী রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি। এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য না হলেও সঠিক চিকিৎসায় অনেকাংশে নিয়ন্ত্রণ রাখা যায়। যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে। তাহলে ফলাফল ভালো পাওয়া যাবে। রোগীর বয়স, রোগের তীব্রতা ও ধরন অনুযায়ী চিকিৎসা দেওয়া হয় রোগীকে। দাগের বিস্তার কমানো বা বন্ধ করা এবং রিপিগমেন্টেশন বা ত্বকের রং ফিরিয়ে আনা এই দুইটি বিষয় মাথায় রেখে চিকিৎসা করা হয়।

কিছু ওষুধ ও মলম আছে যেগুলো শ্বেতী আক্রান্ত স্থানে লাগানোর জন্য দেওয়া হয়। এছাড়া ফটোথেরাপি, লেজার এবং অস্ত্রোপচার করা হয় প্রয়োজন অনুযায়ী।


শ্বেতী কি ছোঁয়াচে

শ্বেতী ছোঁয়াচে কোনো রোগ নয়। তবে সমাজে এ রোগে আক্রান্তদের হেয় করে দেখা হয়। শরীরে রঙের বিকৃতি এবং সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে শ্বেতী আক্রান্ত রোগীরা মানসিকভাবে অবসাদগ্রস্তও থাকেন। তাই এসব রোগীদের চিকিৎসার পাশাপাশি সাইকোলজিক্যাল থেরাপিও দিতে হবে, কাউন্সেলিং করতে হবে। একই সঙ্গে সমাজে শ্বেতী রোগীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।

ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


Follow Me -

Facebook : Dr. Abida Sultana 

Youtube : Dr. Abida Sultana 

X : Dr. Abida Sultana 

tiktik : Dr. Abida Sultana 

No comments

Powered by Blogger.