দিনে ৭০০০ পা হাঁটলেই কমবে ১৩ ধরনের ক্যানসারের ঝুঁকি, গবেষণা | ডা আবিদা সুলতানা
সুস্বাস্থ্যের জন্য উৎকৃষ্ট ব্যায়াম হলো হাঁটা। নিয়মিত হাঁটার অভ্যাস করতে পারলে অনেক কঠিন রোগ থেকে দূরে থাকা সম্ভব। প্রতিদিন জীবনযাত্রায় একটু পরিবর্তন আনলেই শরীর অনেকটা সুস্থ রাখা সম্ভব। অফিসে বাইরে হলে জ্যামে বসে না থেকে, একটু হেঁটে নিন। লিফট বাদ দিয়ে সিঁড়ি ব্যবহার করুন। এই ছোট ছোট অভ্যাসই ভবিষ্যতে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। স্মার্ট জীবনযাপন মানেই দামি ডায়েট বা ব্যায়াম নয়—স্মার্ট সিদ্ধান্ত মানে নিয়মিত হাঁটা!
প্রতিদিন হাঁটার অভ্যাস ক্যান্সারের ঝুঁকি কমাতে কতটা কার্যকর হতে পারে, সে বিষয়েই আলোড়ন সৃষ্টি করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণা। তারা জানাচ্ছে, দিনে মাত্র ৭ থেকে ৯ হাজার পা হাঁটলে ১৩ ধরনের ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়।
গবেষণায় প্রায় ৮৫ হাজার মানুষের ওপর ছয় বছর ধরে পর্যবেক্ষণ চালানো হয়। তাদের হাতে দেওয়া হয়েছিল ফিটনেস ট্র্যাকার, যা নির্ধারণ করেছিল হাঁটার পরিমাণ এবং গতিবেগ। পরিসংখ্যানে দেখা গেছে, যারা দিনে গড়ে ৭ হাজার পা হাঁটেন, তাদের মধ্যে ক্যান্সার হওয়ার ঝুঁকি প্রায় ১১ শতাংশ কম। আর যারা ৯ হাজার পা হাঁটেন, তাদের ঝুঁকি কমেছে ১৬ শতাংশ। তবে ৯ হাজার পায়ের বেশি হাঁটলেও অতিরিক্ত সুবিধা পাওয়া যায় না বলে জানিয়েছেন গবেষকরা।
শরীরচর্চায় হাঁটার গতি যত বেশি, তত উপকারিতা বেড়ে যায়। তবে ধীরে হলেও হাঁটা ক্যান্সার প্রতিরোধে কার্যকর। গবেষকরা বলছেন, হাঁটা শরীরের হরমোন ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা ক্যান্সারের কোষের বৃদ্ধি কমায়।
গবেষণায় গলার ক্যান্সার, যকৃত, ফুসফুস, কিডনি, পাকস্থলী, ইউটেরাস, লিউকেমিয়া, মায়েলোমা, কোলন, মুখ-গলা, মলাশয়, মূত্রাশয় এবং স্তন ক্যান্সারসহ মোট ১৩ ধরনের ক্যান্সার অন্তর্ভুক্ত রয়েছে। পুরুষদের মধ্যে কোলন, মলাশয় ও ফুসফুসের ক্যান্সার বেশি দেখা গেছে, আর মহিলাদের মধ্যে স্তন, কোলন, ইউটেরাস ও ফুসফুসের ক্যান্সার বেশি।
দিনে অন্তত ৩০ মিনিট হাঁটা যথেষ্ট। এটি একটানা বা ভাগ ভাগ করেও করা যেতে পারে। যেমন সকালে ১০ মিনিট, বিকেলে ১০ মিনিট এবং রাতের খাবারের পর ১০ মিনিট হাঁটা। নিয়মিত হাঁটা শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে সহায়তা করবে।
ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health
- ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।
Follow Me -
Facebook : Dr. Abida Sultana
Youtube : Dr. Abida Sultana
tiktik : Dr. Abida Sultana
No comments